সংবাদদাতা:
কক্সবাজারে প্রতিবন্ধীদের বিষয়ে সিএসও এবং এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইপসার আয়োজনে ২৮ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার ঝিলংজা হর্টিকাল সেন্টারে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মনজুর মোরশেদ।
তিনি বলেন, প্রতিবন্ধীদের অবহেলা নয়। তাদেরকে সমাজের মূল স্রোতে ফেরাতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে সমাজসেবা প্রতিবন্ধীভাতা, ঋণ, শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুযোগ প্রদান করে যাচ্ছে। যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।
সভায় প্রতিবন্ধীদের এই সকল সুবিধা নিতে তার সাথে যোগাযোগ রাখার কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদ গুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রধানে তারা একযোগে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের মুল উদ্দেশ্য হলো- প্রতিবন্ধীদের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে তাদের শিক্ষা, সামাজিক মর্যাদার সাথে সমাজে বসবাস করতে দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা ও প্রশিক্ষণ এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে পুর্নবাসিত করা।এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংবাদিক, চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত প্রতিবন্ধীরাও তাদের সমস্যার কথা তুলে ধরেন।
প্রতিবন্ধীদের বিষয়ে সিএসও-এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।