রফিক মাহমুদ,উখিয়া :
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারো উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি তুম্ব্রু সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ও অস্ত্রের মহড়া চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। আজ সকাল থেকে এই কর্মকাণ্ড শুরু করেছে তারা।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।রোহিঙ্গা অনুপ্রবেশের পর নতুন করে দক্ষিণ-পূর্ব সীমান্তে এই উত্তেজনা সৃষ্টি হলো। আগে থেকেই নইক্ষ্যাংছড়ি তুম্ব্রু সীমান্তে মিয়ানমার সেনাদের অবস্থান থাকলেও আজ সকালে হুট করেই সেখানে বেড়েছে সেনা সংখ্যা। একই সাথে চলছে অস্ত্রের মহড়াও।
আজ সকালে চট্টগ্রামের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এ্যান্ড কলেজে বিজিবি’র ৯১তম রিক্রুট সমাপনী অনুষ্ঠানের আয়েজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজিবিকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। কোনো অবস্থাতেই তাদের বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেয়া হবে না।’ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।
সীমান্তে সেনা বাড়িয়েছে মিয়ানমার, সতর্ক অবস্থানে বিজিবি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।