প্রেস বিজ্ঞপ্তি:
জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ করছে বিএনপি। এর অংশ হিসেবে কক্সবাজারে এই লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০১ মার্চ) বিকাল ৪টায় কক্সবাজারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে শহরে লিফলেট বিতরণ করা হয়। এসময় সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদ ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন জিুক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দীন, সহ-সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান নয়ন, আইন কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুল আলম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ শহরের প্রধান সড়ক হয়ে বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ লোকজনের মাঝে খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
অন্যদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন মনিরের নেতৃত্বে আদালত এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় তার ছিলেন কক্সবাজার কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেদুল হক, জেলা ছাত্রদল নেতা ফারুক আজম, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার রানা।
এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।