এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
জেলা সদরের তরুন প্রজন্মের একঝাঁক কলম সৈনিকদের সংগঠন ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির মাসিক সভা ১ মার্চ বিকেলে বাজারস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহিদ মোস্তফা শাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ ইউপির চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ।
তিনি বলেন, সত্য ও সুন্দরের পক্ষে সংবাদ কর্মীদের কলম ধরতে হবে। অপরাদ অপকর্মের বিরুদ্বে সোচ্চার হতে হবে। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের এক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সত্য, ন্যায়, উন্নয়ন, শিক্ষার পক্ষে লেখনী শক্তি প্রয়োগের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দুর্নীতি, অপসংস্কৃতি, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকাই দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ ইউপি সদস্য সাইফুল হক।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এম আবুহেনা সাগর।
উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি,নির্বাহী সদস্য শফিউল আলম আজাদ, ছরুয়ার শিফা,মিজবাহ উদ্দিন,নেজাম উদ্দিন। সভা পরিচালনা করেন, সদস্য আশফাক উদ্দিন আরাফাত।