বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের রুমা উপজেলায় অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ১০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।রুমা উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে পুলিশ আটক করেন।বুধবার রাতে রুমা বাজার সাতকানিয়া হোটেল থেকে ৬ জন এবং উপজেলার সদর ঘাট থেকে ৪জনসহ ১০জনকে আটক করা হয়।পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।আটকৃতরা হলেন মোঃ আলী উল্লাহ(২৩),মোঃ রহিম উল্লাহ (২৫),মোঃ আব্দুল্লাহ(২৫),মোঃ রহিম উল্লাহ(৪৮),মোঃ ইউনুস(২৫),মোঃ দিলদার উল্লাহ(২০),মোঃ আলী জোহর(২০),মোঃ ফারুক হোসেন(২১),মোঃ সাদেক(১৯) ও মোঃ হাসান(১৮)।আটকৃতরা সবাই উখিয়া, কক্সবাজার কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসছে।
এদিকে রুমা থানা অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান,মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাকে বান্দরবান জেলা প্রশাসক মাধ্যমে কক্সবাজার,কুতুপালং শারনার্থী ক্যাম্পে পাঠানো ব্যবস্থা গ্রহন করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।