সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনোনীত হয়েছেন কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবক, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান আরিফ উল মওলা এবং কক্সবাজার জেলা সমন্বয়ক মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন হাসপাতালের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হুদা।
গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এম এ খালেদ ও মহাসচিব নুরুল ইসলাম যৌথ স্বাক্ষরে তাদের মনোনয়ন দেন।