শেফাইল উদ্দিন, কক্সবাজার :
কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রুয়ারী বাজারস্থ অভিজাত হোটেল নিউ স্টার হলরুমে ছাত্র পরিষদ উপদেষ্টা ইয়াছিন পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা আজিজুল হক আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মফিজুর রহমান মফিজ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল করিম ও সহ-সাধারণ সম্পাদক শিক্ষক আমান উল্লাহর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বাজার ব্যবসায়ী নেতা আবদুল মোনাফ, সহ-সভাপতি ব্যাংকার হুমায়ুন কবির, সহ-সভাপতি শিক্ষক মিল্টন পাল, সহ-সভাপতি মমতাজুল হক, আইন বিষয়ক সম্পাদক মহিউদ্দীন। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, উপদেষ্টা ছৈয়দ আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেফাইল উদ্দীন, অর্থ সম্পাদক নুর রহিম, সহ-অর্থ সম্পাদক মনজুর আলম, সদস্য দিদারুল ইসলাম, মোহাম্মদ ফারুক, ফিরোজ আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী ছাত্র পরিষদের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌদি প্রবাসী আবু সাইদ সবুজকে ফুল দিয়ে বিদায় ও সদস্য সৌদি প্রবাসী জমির উদ্দীন ও হারুন রশিদকে ফুল দিয়ে বরণ করেন প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচ। উক্ত বরণ ও বিদায় অনুষ্ঠানে বক্তারা স্কুল জীবনের বন্ধুদের অকৃত্রিম ভালবাসা ও বন্ধন ধরে রাখবে এ প্রাক্তন ছাত্র পরিষদ। একে অপরের দুঃসময়ে পাশে দাড়াবে এবং এলাকার অসহায় লোকজন ও মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতাসহ সমাজ উন্নয়ন ও দেশের মঙ্গলের জন্য কাজ করে যাবেন। দিদারুল ইসলামের মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।