হারুনর রশিদ,মহেশখালী :
কক্সবাজার-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রশিদ বিএ এর জানাযা মহেশখালী হাইস্কুল মাঠে অনুষ্টিত হয়েছে । জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য যে,ঢাকার ডেমরা কোনাপড়া মসজিদ এলাকার ভাড়া বাসায় ২৮ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৬টা-১০মিনিটে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ রশিদ মিয়া বিএ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৯০) বছর। শীতাতাপ নিয়ন্ত্রিত একটি এম্বুলেন্স যোগে রশিদ মিয়ার মরদেহ বিকাল ২টায় মহেশখালী পৌরসভার পুটিবিলা মহুরীর ডেইল গ্রামে পৌছে। সকাল থেকে মরহুম রশিদ মিয়ার শুভানুধ্যায়ীরা সহ দলীয় লোকজন দূর দূরান্ত থেকে বাড়ীতে উপস্থিত হয়ে শেষ বারের মত দেখে বিদায় জানায়। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী, এলডিপি নেতা গোলাম কিবরিয়া সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়। এছাড়াও মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা সরওয়ার আজম বিএ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, শ্রমিক নেতা হাবীবুল্লাহ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদুল্লাহ,সাবেক সংসদ সদস্য মরহুম ইছহাক মিয়ার বড় সন্তান অধ্যাপক সরওয়ার কামাল,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আবু তালেব,এডভোকেট হামিদুল হক,জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি আতাউল্লাহ বোখারী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বর্ষীয়ান মুরব্বী মোঃ রশিদ মিয়াকে দেখতে পুটিবিলার বাড়ীতে উপস্থিত হয়। । ১মার্চ বাদে আছর মহেশখালী প্রাচীন বিদ্যাপীঠ মহেশখালী হাইস্কুল মাঠে জানাযা পূর্বে সংক্ষিপ্তভাবে দোয়া কামনা করে আলোচনা করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি মরহুমের ভাতিজা এডভোকেট নুরুল আলম.জামাতা কক্সবাজার জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট মোস্তাক আহাম্মদ,মরহুমের বড় পুত্র গোলাম সরওয়ার। জানাযায় ইমামতি করেন মরহুমের নাতী জামিয়া আহাম্মদিয়া সুন্নীয়া ম্দারাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম। ১৯২৮ সালে তৎকালীন বৃহত্তর গোরকঘাটার পুটিবিলা মহুরির ডেইল গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি সাবেক সংসদ সদস্য ছাড়াও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়ক (ডিডিসি) হিসাবে দায়িত্বপালন করেন।
সাবেক সাংসদ বিএনপি নেতা আলহাজ্ব মো. রশিদ বিএ ২০১৫ সালের ২ র্মাচ রোববার বিকাল ৩টায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর গ্রেফতারী পরোয়ানা মোতাবেক মহেশখালী থানা পুলিশ গ্রেপ্তার করে। ঐদিন রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রশিদ মিয়া ১৯৪৭ সালে আওয়ামী মুসলীম লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৯ সালে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয় বলে প্রাপ্ত তথ্যে জানাগেছে। কক্সবাজার জেলার এই রাজনীতিবীদ ও উন্নয়ন ও শিক্ষাবীদ ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ রশিদ মিয়া বিএর মত নেতার মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি জেলাও মহেশখালী উপজেলা সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য যে, ২ মার্চ ২০১৫ যোদ্ধাঅপরাধ ট্রাইব্যুনাল মামলায় আটক হয়ে প্রায় ৫ মাস কারাগারে ছিলেন। কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পেয়ে ঢাকাস্থ বাসায় অবস্থান করছিলেন। অবশেষে ২৮ ফেব্রুয়ারী জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।