রামু সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবীতে রামুতে লিফলেট বিতরণ করা হয়েছে।
দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ মার্চ) সকাল ১০ টায় রামু চৌমুহনী স্টেশনে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতারুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফোরকান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, যুগ্ম-সম্পাদক টিপু সোলতান, আবুল বশর বাবু, প্রচার সম্পাদক শাহনুর উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, ফতেখাঁরকুল বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদল আহবায়ক নুরুল আবছার মেম্বার, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, জেলা ছাত্রলের সহ-সভাপতি জহির আলম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সানা উল্লাহ সেলিম, উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, যুবদল নেতা রোকনুজ্জামান চৌধুরী, হালিমুর রহমান, জিল্লুর রহমান, সোহেল রানা প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতারুল আলম চৌধুরী বলেন, স্বৈরাচারী শাসনের জন্য এ সরকার সর্বকালের সর্ব রেকর্ড ভঙ্গ করেছে। ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় এসে আবার একই পথে ক্ষমতায় আসতে চাচ্ছে। এ জন্য তারা বিরোধীদলকে তাদের কোন শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচী পালন করতেও বাধা দিচ্ছে। আমাদের নেত্রীকে সাজানো মামলায় কারাবন্দি করে রেখেছে।
তিনি বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির আন্দোলনকে দমন করার চেষ্টা করছে সরকার। আমাদের আন্দোলন থামবে না। আর আওয়ামী লীগ কোন দিনই গণতন্ত্রকে মানতো না, এখনও মানছে না। বেগম জিয়া কারামুক্ত না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ গ্রহণ করে।