বার্তা পরিবেশক :
কক্সবাজার সিটি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নিয়মিত প্রকাশনা-“পর্যটন সংলাপ” এর উদ্বোধন হয়েছে বুধবার। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মিলনায়তনে পত্রিকাটির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ক্যথিং অং। তিনি “পর্যটন সংলাপ” প্রকাশনা নিয়মিত রাখার আশা প্রকাশ করে বলেন এটি কক্সবাজারের পর্যটনের মুখপত্র হবে। একই সাথে আগ্রহী সকলকে পর্যটন বিষয়ে লেখালেখি করার আহ্বান জানান।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মঈনুল হাসান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জাফর সাদেক,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানুর আকতার,সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এহছানুল হক হেলালী,অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তসলিমা রশিদ,প্রভাষক হুমায়ুন কবির প্রমূখ।
উল্লেখ্য,ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পর্যটন বিষয়ক নিয়মিত পত্রিকা “পর্যটন সংলাপ” এর সূচনা সংখ্যাটি প্রকাশিত হলো বুধবার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।