হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজার শহরের প্রধান সড়কের আবাসিক হোটেল ওভালের তৃতীয় তলার ১০৭ নম্বর কক্ষ থেকে খাইরুল বশর (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি টেকনাফ উপজেলার হাজমপাড়ার বদিউর রহমানের ছেলে। বৃহস্পতিবার (১৫মার্চ) সন্ধ্যায় হোটেল কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
হোটেলের ব্যবস্থাপক আমিনুল হক বলেন, গত বুধবার রাত ১১টায় খাইরুল বশর হোটেলের ১০৭ নম্বর কক্ষে উঠেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার কোন ধরণের সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিছানায় শোয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তাৎক্ষণিক ডাক্তারি পরীক্ষার পর ধারণা করা হচ্ছে লোকটি ব্যক্তিগত বা অন্য কোন কারণে স্ট্রোক করতে পারেন। এরপরও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।