ফারুক আহমদ, উখিয়া :
নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ বারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে ইতিহাস গড়ি সবাই মিলে। কর্মসূচীর মধ্য ছিল র্যালী ও আলোচনা সভা।
শনিবার(২৪মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দ্যেগে যক্ষা দিবস উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজবাহ উদ্দিন আহমদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্টিত সভায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ কামাল, ডাঃ রবিউল রহমান রবি, ডাঃ মোছাম্মৎ কমলিকা. ডাঃ মোছাম্মৎ রুকসানা আক্তার ও ব্র্যাকের ম্যানেজার মমতাজ উদ্দিন। সভাটি পরিচালনা করেন, যক্ষা ও কোষ্ট নিয়ন্ত্রক সহকারী সনজয় দাশ। র্যালীতে স্বাস্থ্য বিভাগের ডাক্তার, কর্মকর্তা, নার্স, স্বাস্থ্য কর্মী ও এনজিও কর্মীগন অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।