বার্তা পরিবেশক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের অহংকার। এখানে পৃথিবীর নানা দেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন প্রতিনিয়তই। স্বদেশিদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত আরো বেশী আনন্দের।আর সেই আনন্দের মাঝে একটু বেদনার তিলক হয়ে সামনে এসে দাঁড়ায় অপরিচ্ছন্ন সৈকত। তাই অপরিচ্ছন্ন সমুদ্র সৈকত আর রাখতে দিতে না নারাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নেয়া হয়েছে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানের মতো প্রশংসনীয় উদ্যোগ।
আগামীকাল সোমবার সকাল ১০ টা থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে “আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ” স্লোগানকে সামনে রেখে এ পরিচ্ছন্ন কর্মসূচী অভিযান হাতে নেয়ার কথা জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। ৩০ মিনিটের এই পরিচ্ছন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ইশতিয়াক আহমেদ জয় আরো বলেন,সমুদ্রের বিশালতা আমাদের উদার হতে শিখায়। অথচ আমাদের অনেকেই সচেতনার অভাবে অবচেতন মনে সমুদ্র নোংরা করছে।
আমরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিশুদ্ধতা সাধনের উদ্যোগ নিয়েছি। আশা করি এই মহৎ উদ্যোগে সবাই আমাদের পাশে থাকবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।