এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো:মিজানুর রহমানকে উপজেলা প্রশাসনের পক্ষথেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার(৩এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদের হলরুম”মোহনা”মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়।
সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল)কাজী মতিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, সহকারী কমিশনার(ভূমি)খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত,চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম উল্লাহ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম,চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন,উপজেলা এনজিও সমন্বয়ক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান,চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ,চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেনসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক নেতৃবৃন্দসহ থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্টান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
পুলিশ পরিদর্শক মিজানের বিদায় সংবর্ধনা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।