এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়া উপজেলার নেজাম উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি আবু বক্করকে (২২) লোহাগাড়া থেকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। হত্যাকান্ডের প্রায় ছয়মাস পর বুধবার রাত আনুমানিক দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাতামুহুরী পুলিশ ফাড়ির এসআই মংথোয়াই সংঙ্গীয় পুলিশদল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার বটতল ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আবু বক্কর চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বহদ্দার কাটা বট্রলিয়া পাড়া এলাকার মনজুর আলমের ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানায়, ২০১৭সালের ১৯ সেপ্টেম্বর সকালে উপজেলার বিএমচর ইউনিয়নস্থ পূর্ব স্টেশন পাড়া এলাকার মৃত ফজল আহমদের ছেলে মনজুর আলম গংয়ের সাথে একই এলাকার মৃত কবির আহমদের ছেলে নুরুল কাদের প্রকাশ লালু মিকার গংয়ের মধ্যে বাড়িভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। ওইসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে লালু মিকারের ছেলে নেজাম উদ্দিন (২৩) গুরুতর জখম হয়। তাকে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চট্রগ্রামস্থ শিকলবাহা নামক এলাকায় পৌছলে মারা যায় নেজাম উদ্দিন।
এ ঘটনায় নিহতের ভাই এহেছানুল হক বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে আরো ৪/৫ জন অজ্ঞাত দেখিয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আবু বক্কর মামলার এজাহার নামীয় ৪নম্বর আসামী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বাড়িভিটার বিরোধে ঘটনায় নিহত নেজাম উদ্দিন হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ ঘটনার পর থেকে তৎপর রয়েছে। অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে লোহাগাড়া থেকে এজাহারনামীয় আসামি আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চকরিয়ায় নেজাম হত্যা মামলার আসামী লোহাগাড়া থেকে গ্রেপ্তার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।