প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফে দিনমজুরের মেয়ে রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হালিমা আক্তার প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি লাভ করেছে। সদ্য প্রকাশিত মেধা তালিকায় হালিমা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করার গৌরব অর্জন করে। কৃতি ছাত্রী হালিমা ওই এলাকার দিনমজুর মতিউর রহমানের মেয়ে। তার রোল নং-১২৮৮। এদিকে অসহায় দরিদ্র পরিবারের মেয়ে হালিমা বেগম প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি লাভ করায় তার পিতা-মাতা, স্কুল পরিচালনা কমিটি এবং শিক্ষক/শিক্ষিকা মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মহান শিক্ষকতা পেশায় জড়িত হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন পূরণে অদম্য মেধাবী হালিমা সংশ্লিষ্ট সকলের নিকট দোয়া কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।