বার্তা পরিবেশক:
গত ০৫ এপ্রিল হতে ০৬ এপ্রিল সকাল ০৮.০০টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোঃ খায়রুজ্জামান, এসআই দেবব্রত রায়, এসআই মোঃ খালেদ, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই জামাল হোসেন, এএসআই দীন মোহাম্মদ, এএসআই মোঃ আকাশ, সঙ্গীয় ফোর্স কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ০৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ০১। মোঃ কবির হোসেন, পিতা- জয়নাল উদ্দীন, মাতাঃ সাবেকুন্নাহার, সাং-জালিয়াপাড়া, ০৭নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ০২। সাইফুল ইসলাম, পিতা- মৃত আব্দুর রাজ্জাক, সাং- উচ্চাঙ্গা তালুকদার বাড়ী, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, ০৩। আসকর আলী মাঝি, পিতা- পেতন আলী, সাং- পশ্চিম পাড়া চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।