সিবিএন:
ইয়াবা পাচারের দায়ে দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের তিন হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল ) দুপুরে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমানউল্লাহ ও একই এলাকার ইনুছের ছেলে ইউসূফ।
যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ২০১৫ সালের ১৩ আগস্ট ইয়াবাসহ তাদের দু’জনকে আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। পরে বিজিবি বাদি হয়ে মাদক পাচারের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মঙ্গলবার ওই মামলায় তাদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তিন হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিনমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।