সাইফুল ইসলাম:

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫এপ্রিল ভোর ৬ টা থেকে ১৬এপ্রিল ভোর ৬ টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে উপ-পরিদর্শক শেখ মো. সাইফুল আলম, শাহাজ উদ্দীন, মোবারক হোসেন, এমরান হোসেন, আবুল কালাম-সহ পুলিশের সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে ১০ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদরের চৌফলদন্ডী দক্ষিণ পাড়া এলাকার নুরুল আলমের ছেলে নবী হোসেন (২৫), একই এলাকার আলী আহমদের স্ত্রী রাশেদা আক্তার (২৬), ঈদগাঁও পূর্ব ভোমরিয়া ঘোনার ছৈয়দ নুরের ছেলে ফরিদুল আলম (২৪), মোহাজের পাড়া এলাকার মৃত দানু মিয়ার ছেলে অপু সৈয়দ প্রকাশ সুমন (২২), শহরের দক্ষিণ পাহাড়তলী এলাকার মো. নুরুল আবছার (৩০), পশ্চিম বাহাছড়া এলাকার আব্দু সবুরের ছেলে মিশাল প্রকাশ আবিদ (২২), ঝিলংজা দক্ষিণ হাজি পাড়া এলাকার মৃত সালেহ আহম্মদের ছেলে মো. সুলতান (২৩), পশ্চিম কুতুবদিয়া পাড়ার মৃত মকতুল হোসনের ছেলে আবদুল হামিদ, পিতা- মৃত মকতুল হোসেন, একই এলাকার মৃত লোকমানের ছেলে রমিজ উদ্দিন ও নতুন মহাল পূর্ব পাড়ার আব্দুল জব্বারের ছেলে আব্দু সালাম।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার (ওসি) মো. ফরিদ উদ্দীন খন্দকার জানান, কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে। ধৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।