নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম।
ইফা কক্সবাজার এর উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজীর সভাপতিত্বে এতে জেলার ৮ উপজেলার থেকে বাছাইকৃত ২০ জন করে প্রায় ১০০ জন ইমাম অংশ গ্রহণ করে। সেখান থেকে ৩ জন শ্রেষ্ঠ খামারী ও ৩ জন শ্রেষ্ঠ ইমাম বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের জন্য মনোনীত হয়েছেন। সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।
ফিল্ড সুপারভাইজার মো. আবুল ফযেজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈনুদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি ক্বাজী মাওলানা সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকার, মসজিদ পাঠাগার পাঠক সমিতির সভাপতি মাওলানা রফিউদ্দিন।
কক্সবাজারে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।