নুরুল কবির, বান্দরবান:

বান্দরবান জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সেই সাথে আগামী ২৮ এপ্রিল নির্বাচিত চার উপজেলা চেয়ারম্যানদের আয়োজনে জেলা বিএনপির কর্মী সম্মেলন করার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার বিকালে বান্দরবান জেলা বিএনপির একাংশ (সাচিং প্রু জেরী) সমর্থিত নেতাকর্মীদের সাথে বৈঠকে তিনি এসব সিদ্ধান্তেরর কথা জানান। এর আগে তিনি পৃথক ভাবে জেলা বিএনপির অপর অংশ (ম্যা মা চিং) সমর্থিত নেতাদের সাথেও বৈঠক করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষনা দেওয়া দুই নেতা হলেন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিঠুন। জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কুদ্দুছ জানান, শতাধিক নেতাকর্মী নিয়ে তারা জেলা বিএনপির সাংগঠনিক টিমের প্রধান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেন এবং সাচিং প্রু জেরীর নেতৃত্বে যাওয়া সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।এবং আগামী ২৮এপ্রিল চৌধুরী মার্কেট অস্থায়ী কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্টিত হবে ।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, বিএনপির সিনিয়র নেতা আজিজুর রহমান, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা অং মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, লামা বিএনপি নেতা আমির হোসেন, নাজমুল ইসলাম চৌধুরী, রোয়াংছড়ির ভাইস চেয়ারম্যান কেসানু মার্মা, বান্দরবান বিএনপি নেতা ইসলাম কোম্পানী, নাছির উদ্দিন, নাইক্ষ্যংছড়ি বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানী, রাংলাই ¤্র্েরা, নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা প্রমুখ।