যমুনাটিভি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পদ্মা নামে নতুন বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার হেডকোয়ার্টার হবে ফরিদপুরে।
শনিবার সকালে ফরিদপুর শহরের জসিম উদ্দীন হলে সদর উপজেলার ১১ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর কোথাও এ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করার নিয়ম নেই, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই সুযোগ করে দিয়েছে।
এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান, ৩৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯৯জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
এ সময় পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আ. রাজ্জাক মোল্লা, ইউএনও প্রভাংশু সোম মহান, নবনির্বাচিত কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।