সিবিএন :
কক্সবাজার জেলা পুজা পরিষদ এর সভাপতি ও জেলা আওয়ামীলীগ এর যুগ্ন সম্মাদক এডঃ রনজিত দাশ এর মাতা শ্রী মতি শেফালী দাশ (৬৭) আর নেই । আজ শনিবার সকাল ১১.৩০টায় চট্টগ্রাম কেরাণীহাট ক্লিনিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যা ৬টায় নুনিয়াছটা মহাশ্মশানে তাঁকে দাহ করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।

এদিকে এডঃ রনজিত দাশ এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসএসসি ৮৪ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ , কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্ঠান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও কক্সবাজার নিউজ ডটকম সস্পাদক অধ্যাপক আকতার চৌধুরী প্রমুখ।