ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন এমএফএম (ম্যান ফর ম্যান) ব্লাড ডোনার ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ষ পূর্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার পর জাতীয় সংগীত পরিবেশন ও কেক কাটা হয়।
এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা এ এস এম জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, পেকুয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুনতাজির কামরান
জাদিদ, চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শামসুল আলম, নূর-আয়েশা
খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল খান, পেকুয়া ডেন্টাল কেয়ারের পরিচালক আব্দুল মান্নান ও এমএফএম ব্লাড ডোনারের প্রধান সমন্বয়ক মো. আব্দুল্লাহ।
আলোচনা সভার পরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নয়টি স্বেচ্ছাসেবী সংগঠন ও
পাঁচজন সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।