শেফাইল উদ্দিন,কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার ঈদগাওতে পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক সমুদ্র কণ্ঠ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ এপ্রিল বিকাল ৫ টার দিকে বাজারের শাপলা চত্ত্বর প্রাঙ্গনে এ প্রতিবাদসভা অনুষ্টিত হয়।ঈদগাওয়ের কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,দৈনিক অাজাদী ও ইনানী প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক সৈকত ও প্রিয় চ্ট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান আযাদ, দৈনিক কক্সবাজার প্রতিনিধি এস এম তরিকুল হাসান তারেক, দৈনিক ককদবাজার-৭১ এর সহ-সম্পাদক নুরুল আমিন হেলালি, দৈনিক সাঙ্গু ও সাগরদেশ প্রতিনিধি আনুয়ার হোদাইন, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি জাহাঙ্গীর বাঙ্গালী, সমাপনি বক্তব্য রাখেন সমদ্রকন্ঠ ও খবর পত্র প্রতিনিধি শেফাইল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাকখালি প্রতিনিধি কাফি আনুয়ার, সমুদ্র বার্তা প্রতিনিধি রাশেদুল করিম, আজকের ককসবাজার প্রতিনিধি আবুহেনা সাগর, আমাদের কক্সবাজার প্রতিনিধি মোঃ মিছবাহ উদ্দিন, রুপসীগ্রাম প্রতিনিধি এম সরওয়ার শিফা, কক্সবাজার বানী প্রতিনিধি তৈয়ব জালাল, গণসংযোগ প্রতিনিধি গিয়াস উদ্দিন রবিন, দেশের নিউজ প্রতিনিধি এম বজলুর রহমান, রুপালী সৈকত প্রতিনিধি মুফিজুল ইসলাম মুফি, ঈদগাও নিউজ প্রতিনিধি নাছির উদ্দিন পিন্টু, কক্সবাজার-৭১ প্রতিনিধি আলা উদ্দিন, ঈদগাও ইউনিয়নর সাবেক প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন,ব্যবসায়ী নুরুলহুদা,ছৈয়দ আকবর,বজল আহমদ, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলম,ইনসুরেন্স কর্মকর্তা নাছির উদ্দিন,শিক্ষক আমান উল্লাহ,ব্যবসায়ী এছারুল হক, জাহেদ, স্কুল,কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,দৈনিক সমুদ্রকন্ঠের মত জনপ্রিয় পত্রিকা বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।বক্তারা আরো বলেন,সরকারী দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মে জড়িত এ চক্র দীর্ঘদিন ধরে সংবাদকর্মীদের হয়রানি, মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।তাদের এ অপকর্মের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানান।