তাওহীদুল ইসলাম নূরী:

পেকুয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন উজানটিয়ার ষাটদুনিয়া পাড়ায় ২২ এপ্রিল ভোর রাত ০৩.৩০ টায় সৎ ভাইয়ের দেয়া আগুনে দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় কবির আহমদ মার্কেটে আহামদুর রহমানের গত তিন বছর যাবত ভোগ দখলে থাকা জমিতে তার নির্মাণাধীন দোকানপাট জবর দখলের পায়তারা করে আসছিল সৎ ভাই আহামদ হোছাইন। জানা যায়, আহমদুর রহমানের ব্যবসায়ে সাফল্যের প্রতি ঈর্ষান্বিত এবং তার জমি দখলে ব্যর্থ হয়ে এলাকার অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে উক্ত জায়গাতে অবস্থিত মুদি,ইলেকট্রনিক/পার্টস এবং মুরগীর ফার্মের ৩টি দোকানে আগুন দিয়ে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই করে দেয়। এ ব্যাপারে অসহায় আহমদুর রহমান বলেন, রাতের গভীরে আমার দোকানপাট আগুনে জ্বলতে থাকলে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি আমার সৎ ভাই ও এলাকার কতিপয় সন্ত্রাসীরা আগুন দেয় এবং আমাকে দেখে সিএনজি যোগে তাৎক্ষণিক চলে যায়। যদিও তাদের উদ্দেশ্য ছিল আমাকে সহ আগুনে পুড়ে মারা। আমি নিজে আমার সৎ ভাইকে চিনতে পারার পরও মামলা মোকদ্দমা না করে পরবর্তীতে উক্ত দোকানপাট মেরামত করলে পুনরায় সে আমার নির্মাণ কাজে বাঁধা দিয়ে আবারো আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে এই ঘটনায় ভুক্তভোগী আহমদুর রহমান ঘটনার সাথে জড়িত আহামদ হোসাইন,নাসরিন সোলতানা,শাহানা আক্তারসহ অজ্ঞাত নামা কয়েক জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়েয়ের মাধ্যমে তার জীবনের নিরাপত্তা এবং যথাযথ বিচার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।