নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজ পাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর।বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু শামিম জানায়,উক্ত শিক্ষকের বিরুদ্ধে ২২ এপ্রিল সকালে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় অভিযোগের কপিটি অনুলিপি হিসাবে জেলা প্রশাসক, এডিসি শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কক্সবাজার সদর মডেল থানার ওসিকে প্রেরণ করা হয়েছিল।বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় ২৩ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জানা যায়, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান শুভ এর একটি খুবই আপত্তিকর ও অনৈতিক ভিডিও অভিভাবক মহলের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ খুবই ভীতিকর অবস্থায় রয়েছিল। এতদ সংক্রান্ত একটি অভিযোগ বিগত ২৯ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে দায়ের করলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করে তাকে লোক দেখানো গোমাতলী চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মৌখিকভাবে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তাই কোমলমতি শিক্ষার্থীদের চরিত্রহীন উক্ত শিক্ষক হতে রক্ষা ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে শিক্ষার্থীদের সুষ্টুভাবে পড়ালেখার সুযোগ দান ও অভিভাবকদের দুশ্চিন্তা থেকে মুক্ত করতে এ অভিযোগটি দায়ের করেছিল। এসময় ম্যানেজিং কমিটি ও অভিভাবক মহলের মধ্যে ঈদগাঁও উত্তর মাইজ পাড়ার মোহাম্মদ হোছাইনের পুত্র বর্তমান এমইউপি বজলুর রশিদ, মধ্যম মাইজ পাড়ার মৃত হাবিব উল্লাহর পুত্র ডাঃ ওসমান গণি, উত্তর মাইজ পাড়ার রশিদ আহমদের স্ত্রী ছালেহা বেগম উপস্থিত হয়ে ইউএনও বরাবর এ অভিযোগটি দায়ের করেছিল।জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন বরখাস্তের বিষয়টি স্বীকার করেন।