মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি করাতকলে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও আক্তার উননেছা শিউলী বলেন, জরিমানা করা এ সব করাতকলের কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ যার কারনে ১০টি করাতকলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা কারে কিছু অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া, ধলই ইউনিয়নের কাটিরহাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে বন বিভাগের রেঞ্জার শওকত ইমরান আরাফাত, স্টেশন অফিসার কাম বিট কমকর্তা আবদুল হামিদ ও বন কর্মকর্তা দেল আবরাব প্রমুখ অংশ নেন।