সোয়েব সাঈদ, রামু :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ. টি ইমাম বলেছেন, বাংলাদেশ এখন অন্ধকার ভেদ করে আলোর পথে এগিয়ে চলছে। বঙ্গবন্ধু ৩৪ হাজার বিদ্যালয় সরকারিকরণ এবং দেড় লাখ শিক্ষককে চাকরি দিয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছিলন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এখন প্রতিটি উপজেলায় মাধ্যমিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় সরকারিকরণ করে শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধুর সৃষ্ট বিপ্লব অব্যাহত রেখেছেন। এর সুফল হিসেবে রামুর ১০৪ বছরের প্রাচীন খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ হয়েছে।
কেবল শিক্ষা নয়, দেশের প্রতিটি ক্ষেত্রে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এখন বিশ্বজুড়ে প্রসংশিত। যে কারনে আর্ন্তজাতিকভাবে অনেক পুরস্কার ও সম্মাননা তিনি অর্জন করে যাচ্ছেন। আগামীতে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহি ও প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হওয়ায় আয়োজিত বর্ণাঢ্য খিজারী উৎসবে তিনি এসব কথা বলেন। শনিবার (২৮ এপ্রিল) বিকাল ৩ টায় রামু ষ্টেডিয়ামে এ উৎসব উদ্বোধন করেন, বন ও পরিবেশ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস দিয়েছিলেন। এখন তা বাস্তবায়ন হচ্ছে। তিনি মানুষকে স্বপ্ন দেখান, আবার তা বাস্তবে রূপও দেন। কারণ তিনি মেধা, মূল্যবোধ ও দেশাত্বাবোধে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে রুপ নিয়েছে। দেশকে আরো এগিয়ে নিতে হলে বর্তমান প্রজন্মকেও
মেধা, মূল্যবোধ ও দেশাত্ববোধের সমন্বয় ঘটাতে হবে। স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্œ বাস্তবায়নের দৃঢ় মনোবল তৈরী করতে হবে। তাহলেই ডিজিটাল বাংলাদেশ ও দিনবদলের স্বপ্ন আরো সফলতা পাবে।
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য খিজারীয়ান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক খিজারীয়ান আবদুল মোমিন চৌধরী, কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ, দৈনিক আমাদের সময় এর ব্যবস্থাপনা সম্পাদক খিজারীয়ান সন্তোষ শর্মা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী খিজারীয়ান রবীন্দ্র শ্রী বড়–য়া, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি খিজারীয়ান এডভোকেট নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খিজারীয়ান জাফর আলম চৌধুরী, রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, খিজারী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক খিজারীয়ান রাজু বড়–য়া।
উৎসব মঞ্চে বিশেষ অতিথি ছিলেন, রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খিজারীয়ান মোশতাক আহমদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ আবদুল হক, পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব খিজারীয়ান নাজিম উদ্দিন ফরহাদ, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী, ওসি একেএম লিয়াকত আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য খিজারীয়ান তপন চক্রবর্তী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, জেলা আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়নের সদস্য খিজারীয়ান এডভোকেট আয়াছুর রহমান, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার, খিজারীয়ান কক্সবাজার জেলা পরিষদ সদস্য খিজারীয়ান শামসুল আলম ও খিজারীয়ান নুরুল হক, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খিজারীয়ান আবদুল হক, সাবেক চেয়ারম্যান খিজারীয়ান মুক্তিযোদ্ধা নুরুল হক, চাকমারকুল ইউপি চেয়ারম্যান খিজারীয়ান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান খিজারীয়ান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান খিজারীয়ান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুর আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজারীয়ান কিশোর বড়–য়া, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজারীয়ান হোসাইনুল ইসলাম মাতবর, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজারীয়ান আজিজুল হক, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেড়ারেশনের সদস্য খিজারীয়ান বিজন বড়–য়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খিজারীয়ান বাবুল শর্মা, খিজারীয়ান নবু আলম, রামু প্রেস ক্লাবের আহবায়ক খিজারীয়ান স্বদেশ শর্মা, ব্যবসায়ি খিজারীয়ান মোস্তাক আহমদ, যুবলীগ নেতা খিজারীয়ান পলক বড়–য়া আপ্পু প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খিজারীয়ান নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খিজারীয়ান খিজারীয়ান তপন মল্লিব, সাংবাদিক খিজারীয়ান সুনীল বড়–য়া ও আওয়ামীলীগ নেতা খিজারীয়ান সৈয়দ মোহাম্মদ আবদু শুক্কুর।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আওয়ামীলীগ নেতা খিজারীয়ান নুরুল হক। গীতা পাঠ করেন খিজারীয়ান সুবীর ব্রাক্ষণ চৌধুরী ও ত্রিপিটক পাঠ করেন খিজারীয়ান সুবীর বড়–য়া বুলু।
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জানিয়েছেন, এ বিদ্যালয় সরকারিকরণ ছিলো রামুবাসীর প্রাণের দাবি। বঙ্গবন্ধু কন্যা এ দাবি পূরন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির সফল বাস্তবায়নের এ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এ উৎসব আয়োজন করা হয়েছে।
উৎসব মঞ্চে গান পরিবেশন করেন, দেশসেরা শিল্পী কোনাল ও তৃষা সহ স্থানীয় শিল্পীরা। এছাড়া বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। উৎসবে আনন্দ র্যালি, ছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় ডিসপ্লে, ম্যাগাজিন অনুষ্ঠান খিজারীর আলো পরিবেশিত হয়েছে। উৎসব উপলক্ষে ‘খিজারী উৎসব’ নামে একটি বিশেষ স্মরণিকা প্রকাশিত হয়েছে। ছড়াকার দর্পন বড়–য়া এটি সম্পাদনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।