নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের অধিকার নিয়ে সব সরকারই ছিনিমিনি খেলতে মজা পায়। আজ শ্রমিকদের কণ্ঠ চেপে ধরা হয়েছে। ন্যায্য কথা ও অনিয়মের বিরুদ্ধে বলা যাচ্ছেনা। শ্রমিক অঙ্গনের নাজুক পরিস্থিতি। অনেক বেদনার কথাও প্রকাশ করতে পারছেনা শ্রমিকরা। কিছু চাটুকার, চাঁদাবাজ লোক শ্রমিক সংগঠনে ঢুকে পড়ায় শ্রমিকদের মধ্যে বিভেদ বাড়ছে।
সোমবার (৩০ এপ্রিল) বিকালে কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সভায় শ্রমিক নেতা গিয়াস উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে আরো বলেন, শ্রমিকরা কারো রাজনীতি করেনা, রাজনীতির সিঁড়িও নয়। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন। আমাদের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা।
শ্রমিক দিবসের আগের দিন (৩০ এপ্রিল) শ্রমিক সংগঠনের নামে জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার সাক্ষরিত চিঠির সমালোচনা করে তিনি বলেন, একদিন আগে প্রশাসনের চিঠি আমাদের বিস্মিত করেছে। সঠিক সময়ে আমন্ত্রণপত্র না দিয়ে শ্রমিকদের অবমূল্যায়ন করা হয়েছে। অধিকার প্রদান নয়, বরং শ্রমিক সংগঠনগুলোকে অবহেলা করেছে প্রশাসন।
জেলা প্রশাসনের চিঠিতে উল্লেখ করা ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ শ্লোগানের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে শ্রমিক নেতা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, এটি নজিরবিহীন শ্লোগান। ট্রেড ইউনিয়নের আইন মতে মালিক-শ্রমিকদের একইভুত হওয়ার কোন সুযোগ নেই। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ শ্লোগান সম্পূর্ণ সাংঘর্ষিক। তিনি বলেন, মালিকরা শ্রমিকদের শোষণের অন্যতম হাতিয়ার। শ্রমিকদের ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতেই আমাদের আজীবন সংগ্রাম।
কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী, কক্সবাজার আবাসিক হোটেল কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির উদ্দিন হাসান তালুকদার, হোটেল শ্রমিক লীগের সভাপতি ছিদ্দিক আহমদ, আবাসিক হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. জহির আহমদ, লোড আনলোড শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ আলী।
সভা শেষে ১ মে সকাল ১০টায় শহরের পানবাজার সড়কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকতে সবাইকে অনুরোধ করেছেন কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।