সংবাদ বিজ্ঞপ্তি:

মহান মে দিবস-২০১৮ উদযাপনের লক্ষ্যে কক্সবাজার শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে একটি হোটেল কার্যালয়ে কক্সবাজার হোটেল রেস্তরাঁ শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ১৭৩১)’র সভাপতি এম ইউ বাহাদুর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার সভাপতি আমিনুল ইসলাম হাসান।

আরো বক্তব্য রাখেন আলিমগীর তুষার, মোবারক হোছাইন, দিদারুল ইসলাম, আব্দুল গফুর হক্কানী, কবির আহমদ, মোহাম্মদ হোসেন প্রমুখ।

এদিকে, কক্সবাজার জেলার অন্যতম শ্রমিক সংগঠন দর্জি শ্রমিক ইউনিয়ন মে দিবস উদযাপনের লক্ষে সংগঠনটির আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও শহিদ উল্লাহের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে কক্সবাজার নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশন , লোড- আনলোড শ্রমিক ইউনিয়ন, হোটেল আবাসিক কর্মচারী শ্রমিক ইউনিয়ন,  ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন, ইলেক্ট্রেশীয়ান শ্রমিক ইউনিয়ন,  বরফ-কল শ্রমিক ইউনিয়ন, মৎসজীবী শ্রমিক ইউনিয়ন ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।

প্রতিবছর মহান মে দিবস-২০১৮ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উক্ত সংগঠন সমূহ ব্যাপক কর্মসুচি গ্রহণ করে। কর্মসুচির মধ্যে রয়েছে ঐ দিন সকাল ৮ টায় র‍্যালী, সকাল ১০টায় শ্রমিক সমাবেশ,  আলোচনা সভা ও খাবার বিতরণ।