প্রেস বিজ্ঞপ্তি :
শুধুমাত্র আত্মচিন্তায় মগ্ন না থেকে নিজেকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে প্রজন্মের শিক্ষার্থীদের। সংকীর্ণতার দেয়াল ভেঙে মানুষের বিপদে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। দেশকে মায়ের মত ভালোবাসতে হবে। জাতির যে কোন সংকটে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবেই এই ঘুনে ধরা সমাজ পরিবর্তনের পথে এগিয়ে যাবে।

শুক্রবার (১১ মে) সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এসএসসি শিক্ষার্থী সংবর্ধনা ও রবীন্দ্র জয়ন্তীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নারী নিপীড়ন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা লিটন নন্দী এসব কথা বলেন। ‘‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূণ্য করো’’ প্রতিপাদ্যে বাংলাদশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন- ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নারী নিপীড়ন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ ছাত্র স্বার্থ রক্ষার প্রতিটি আন্দোলনে ছাত্র ইউনিয়নের কর্মীরাই ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। তাই ইতিহাসের পাতায় নিজের নাম লেখানোর মাধ্যমে গৌরবের অংশীদার হতে ছাত্র ইউনিয়নের নীল পতাকার মিছিলে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।

কক্সবাজার শহর সংসদ সভাপতি শুভজিৎ রুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তনয় দাশ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. প্রকাশ দাশ গুপ্ত, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়–য়া, সাধারণ সম্পাদক পাভেল দাশ। এতে কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, বর্তমান সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ^াস, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ইশরামুল হক বাবু, ছাত্র ইউনিয়ন নেতা নাছির উদ্দিন, মোহাম্মদ সাহেদ, রাজা দাশ আপন দাশ, রনি, নয়ন প্রমূখ।