সিবিএন:

রামুতে ৯ হাজার ৯২০ টি ইয়াবা সহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। ওই সময় পরিবহনের কাজে একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতালের সামনের সড়ক থেকে এসব উদ্ধার করা হয়।

 ধৃতরা হলেন, আব্দুর রহিমের ছেলে মো. রাসেল (২২) ও আবুল কালামের ছেলে মো. আইয়ুব (২০)। তাঁরা দুজনেই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটার এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, উখিয়া উপজেলার কোর্টবাজার থেকে কক্সবাজার শহরে সিএনজি যোগে একটি চক্র ইয়াবা বিক্রির জন্য আনছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। পরে সিএনজি পেছনের সিটের নিচে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপার্দ করা হয়েছে।