চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় কিশলয়ে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা ১৪ মে বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সদর সার্কেল) কাজী মোঃ মতিউল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে সমাজে বিরাজমান সমস্যা সমূহের মধ্যে অন্যতম হচ্ছে মাদক, জঙ্গী, ইভটিজিং ও বাল্যবিবাহ। এসব থেকে উত্তরণে সকলকে আরো বেশি সচেতন হতে হবে। বিশেষ করে স্কুল-কলেজ-মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সচেতন করতে পারলে এসব থেকে উত্তরণ সম্ভব। তিনি এসব খারাপ কাজে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনায় হবে। এজন্য সকলকে আরো আন্তরিকতার সহীত কাজ করে প্রশাসনকে সহযোগিতা দেওয়ার আহবান জানান।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তযোদ্ধা আনোয়ার হোসেন কন্ট্রাক্টার এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, কাকারা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও থানার উপপরিদর্শক, কমিউনীটি পুলিশিংয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ এনামুল হকসহ স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।