নুরুল কবির, বান্দরবান :

বান্দরবানের এ প্রথমবারের মতো বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়ারদের মধ্যে প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বান্দরবান স্টেডিয়ামের জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এ প্রীতি কারাতে প্রতিযোগিতার আয়োজন করে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা। বান্দরবান জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শ্রীলঙ্কার কারাতে প্রশিক্ষক এনিরার নেতৃত্বে ১২ জনের কারাতে টিম বাংলাদেশ কারাতে দলের সাথে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় উভয় দলের পক্ষ থেকে কাতা প্রদর্শণ ও সাতটি ওয়েট ক্যাটাগরিতে প্রীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার মধ্যে পুরুষ কাতা ও মহিলা কাতায় বাংলাদেশ দল ২টি স্বর্ণ পদক লাভ করে। অপরদিকে সাতটি ওয়েট ক্যাটাগরির প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৪টি স্বর্ণ এবং শ্রীলঙ্কা ৩টি স্বর্ণ ও দলগত কুমুতে বাংলাদেশ স্বর্ণ পদক লাভ করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে স্বর্ণ পদক বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারে মোহাম্মদ যুবায়ের সালেহীন, বান্দরবান পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ওস্তাদ ক্যশৈহ্লা,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি শাহজাদা আলম,সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ-সভাপতি মোহাম্মদ ইসলাম বেবীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ক্রীড়াঙ্গনের বাংলাদেশের সাফল্যের তালিকায় কারাতে একটি। শ্রীলংকা এবং বাংলাদেশের খেলেয়ারদের মধ্যে প্রীতি কারাতে প্রতিযোগীতা খেলেয়ারদের দক্ষতা, মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরণের প্রতিযোগীতা খুবই গুরুত্বপূর্ন।

বাংলাদেশ জাতীয় কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ওস্তাদ ক্যশৈ হ্লা বলেন,দেশের কারাতে ক্রীড়া অঙ্গনের কর্মকান্ডকে সম্প্রসারণ করে হারারো গৌরব পুন উদ্ধার করা হবে। আগামীতে অনুিষ্ঠত এশীয় সাব-গেমসে অধিকতর স্বর্ণজয় করে বিশ্বদরবারে কারাতে ক্ষেত্রে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে আমরা বদ্ধ পরিকর। তিনি বলেন, বাংলাদেশে পিছিয়ে পড়া কারাতেসহ অন্যান্য সবগুলো ক্রীড়ায় দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে দুর্জয়ের মত কাজ করে যাবো।