বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে ইভটিজিং এর দায়ে চার যুবককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে তাদের আটক করে পুলিশ। আটকৃতরা হলো বান্দরবান সরকারি কলেজের ছাত্র মিশন দে(১৮), বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শামীম(১৭), অভিজিৎ ধর ও অতনু চক্রবর্তী (১৭)।

পুলিশ জানায়, বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে দোকানে দাড়িয়ে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করছিল চার যুবক। পরে বিদ্যালয়ের কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিদ্যালয় গেইট থেকে চার যুবককে আটক করা হয়। অভিযুক্তরা নাবালক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্র্মকর্তা শারমীন আক্তার তিনজনকে এক হাজার করে এবং একজনকে দুইহাজার টাকা জরিমানা করেন। পরে অভিভাবকদের সামনে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা ও জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াছির আরাফাত ,বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সপার ইয়াছির আরাফাত বলেন সমাজ থেকে ইভটিজিং রোধ এবং অপরাধ প্রবণতা কমাতে আমরা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের অপরাধমূলক কাজে জড়িতদের আগামীতে আরো কঠোরতম শাস্তি প্রদান ও তা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।