হারুনর রশিদ, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীতে স্থানীয় ভাবে বসবাসরত জনসাধারনের ঝড়ে পড়া কিশোর কিশোরীদের কর্ম দক্ষতার মাধ্যমে মানব সম্পদ সৃষ্টির লক্ষে ৩ মাস ব্যাপী প্রি- দক্ষতা বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন(রস্ক) ফেইজ-২ প্রকল্প প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রি-ভোকেশনাল প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে রস্ক-১/শিশু কল্যাণ ট্রাষ্ট (এসকেটি) জিপিএস থেকে ৫ম শ্রেণী পাশ করেছে অথচ পরবর্তী শিক্ষাক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং যাদের বয়স ১৫ বছর বা তদুর্দ্ধ তাদের বৃত্তিমুলক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। রস্ক ১ম পর্যায়ের মহেশখালী উপজেলাসহ ৯০টি উপজেলার ২৫ হাজার প্রশিক্ষণার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানাগেছে। মহেশখালীতে ইনডাকশন ওয়ার্কশপ প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধিনে এনজিও সংস্থা বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস এর বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় ১৬ই মে সকাল ১১টায় উপজেলার টিডিসি হল রুমে প্রি-ভোকেশনাল স্কিলস প্রশিক্ষনের উদ্বোধনটি বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার জগদীশ চন্দ্র রায় এর পরিচালনায়, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত।

উক্ত সভায় বক্তব্য রাখেন রস্ক প্রকল্পের ফেইজ -২ এর সহকারী পরিচালক মো: নুরুজ্জামান, রস্ক ফেইজ-২ এর উপ প্রকল্প পরিচালক, উপ সচিব মো: শাহাদাত হোসেন, মহেশখালী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজরুল ইসলাম, ধলঘাটা ইউপির চেয়ারম্যান কামরুল হাসান, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি বর্ণালী চৌধুরী, বিজিএস এর পক্ষ হতে উপজেলার কো অডিনেটর ও কর্মচারীবৃন্দ।উল্লেখ্য যে ১৯৯১ সাল হতে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এনজিও সংস্থা বিভিন্ন উন্নয়ন মূখী প্রকল্প নিয়ে সুনামের সহিত কাজ পরিচালনা করে আসছে।