প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন- জনবান্ধব সরকার পবিত্র রমজান মাসে হত-দরিদ্র মানুয়ের জন্য নিত্যপণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চালু করেছে। এর মাধ্যমে সমাজে গরিব মানুষ ন্যায্য মূল্যে নিত্যপণ্য পাবে এবং অধিক মুনাফালোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের অপচেষ্টা রোধ করা সম্ভব হবে। তিনি বলেন- কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক দোকানে পণ্য মূল্য তালিকা টাঙ্গাতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হবে। মাহে-রমজান মাসে নিত্যপণ্য নিয়ে কোন অপচেষ্টা বরদাস্ত করা হবে না।
জেলা প্রশাসক ১৬ মে সকাল ১০ টায় কক্সবাজার সদর উপজেলার প্রাণ কেন্দ্র বাংলাবাজারে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ২০১৭-২০১৮ অর্থ বছরের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সর্ব-সাধারণের নিকট ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএ কথা বলেন।
বাংলাবাজারের মেসার্স কাদের এন্টারপ্রাইজে টিসিবির এই বিক্রয় কেন্দ্র খোলা হয়। পিএম খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কক্সাবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান টিপু সুলতান। মেসার্স কাদের এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। রাজনীতিবিদ দেলোয়ার হোসেন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়াজী, মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান, প্রবীন রাজনীতিবিদ দিদারুল আলম চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, পিএম খালী ইউনিয়ন সিরাজুল মোস্তফা আলাল, পিএম খালী ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দিন সিকদার তাজমহল, নুরুল হুদা মেম্বার, যুবলীগ নেতা আব্দুল মালেক প্রমূখ।