নিজস্ব প্রতিবেদক:

মোবাইল চুরি ও টাকা উদ্ধারের নামে কক্সবাজার সদর পিএমখালীতে বৈদ্য নিয়ে প্রতারণা করার দায়ে এক সাবেক চেয়ারম্যান মেম্বারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনার শিকার এমদাত উল্লাহ নামে এক সিএনজি চালকের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা রুজু করা হয়। আসামীরা হলো পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ, রামু ওমখালী এলাকার বাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেম্বার ওসমান ও রামু নারকেল বাগান এলাকার বৈদ্য জোবাইয়ের প্রকাশ কানা হাফেজ, মহেসিনিয়াপাড়া এলাকার রমজান আলী । তাদের মধ্যে ওসমান মেম্বার ও বৈদ্য জোবাইয়েরকে পুলিশ কারাগারে প্রেরণ করেন বলে জানাগেছে।

জানা যায়, গত মঙ্গলবার সকালের দিকে চেয়ারম্যান শহীদ উল্লাহের পাশের বাড়িতে মোবাইল ও টাকা চরির ঘটনাকে কেন্দ্র করে এই সিন্ডিকেট মিলে টাকার উদ্ধারের নামে বৈদ্য নিয়ে স্থানীয় এমদাত উল্লাহ নামে এক সিএনজি চালককে বিশেষ ধরণের ওষুধ খাওয়ায়ে অজ্ঞান করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওসমান মেম্বার ও তার ভাই আব্দুল মালেক, বৈদ্য জোবাইয়েকে ধরে নিয়ে আসে। অবশেষে এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। জানাগেছে এখন অজ্ঞান অবস্থায় এমদাত উল্লাহ কক্সবাজার সদর হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।