তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে সৌদী আরব থেকে আসা বিমান থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ (১৯ মে) শনিবার দুপুরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি ১৩৬) ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্তবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ওজন ৫ কেজি ২৬৫ গ্রাম। তবে এ ঘটনায় কোন যাত্রীকে আটক করা যায়নি।

বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান জানান, দুপুরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রীরা নেমে যাবার পর পরিস্কার করার সময় বিমান কর্মীরা শৌচাগারে পরিত্যক্তবস্থায় ৪৫টি স্বর্ণের বার দেখতে পায়। পরে বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা স্বর্ণগুলো উদ্ধার করেছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা হবে বলে জানান বিমান বন্দরের এ কর্মকর্তা।