নিজস্ব প্রতিবেদক:
বীচ ম্যানেজমেন্ট কমিটি গঠিত এডিএম আশরাফের নেতৃত্বে উপ কমিটি দর্শনীয়ভাবে পর্যটকদের নিকট তুলে ধরতে বীচের সুগন্ধা এলাকা ও নাইট বাজার বিনোদন কেন্দ্রের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের এলাকা পরিদর্শন করেন। উপ কমিটি বীচ এলাকায় পরিত্যক্ত বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া বিষয়ে একমত পোষণ করেন।
বঙ্গবন্ধুর হাতে গড়া ঝাউবাগান সৃজনে পদক্ষেপ নেওয়াও এই ঐতিহ্যবাহী কক্সবাজারের জন্য প্রযোজ্য বলে মন্তব্য করেন এডিএম আশরাফ।
সুগন্ধা এলাকায় ঝুপড়ি ঝিনুক মার্কেটকে আরো নান্দনিক দৃষ্টিনন্দন করার ব্যাপারে মতামত প্রদান করেন এবং পরিকল্পিত পরিচ্ছন্ন সৈকত উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানান।
উপ-কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নঈমুল হক টুটুল, রেজাউল করিম, ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম, কক্সবাজার বীচ ঝিনুক ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ সভাপতি মোহাম্মদ রুবেল, সাধারণ সম্পাদক আবদুল হাকীম, জালাল, জাকির, এনাম গুরুমিয়া প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।