ডেস্ক নিউজ:
মালয়েশিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন- দেশের ঋণ ১ লাখ কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে। নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির যথেষ্ট তথ্য-প্রমাণ মিললেই তাকে গ্রেফতার করা হবে। আমার নির্দেশেই নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

সোমবার পুত্রজায়ায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে আধুনিক মালয়েশিয়ার স্থপতি এসব কথা বলেন।

মাহাথির বলেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে আমি দৃঢ় প্রত্যয়ী। আইন অনুযায়ী দেশকে দুর্নীতিমুক্ত করতে আমি অবশ্যই কাজ করব।

এদিকে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেয়ার পরের দিনই এমন এ নির্দেশ দেয়া হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষ বলছে, নাজিব রাজাক এবং তার স্ত্রী মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন না।

নাজিবের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ২০১৫ সালে ৭০ কোটি মার্কিন ডলার সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।