এম.এ আজিজ রাসেল:

পবিত্র রমজানে দ্রব্যমূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শহরের বড়বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। অভিযানে দ্রব্যমূলের তালিকা অস্পষ্ট, মেয়াদহীন ট্রেড লাইসেন্স ও অপরিচ্ছন্নতার অভিযোগে তিন মাংসের দোকানসহ ৭ টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দ্রব্যমূল্যের মূল্য তালিকা না টাঙ্গানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত হরিমোহন ট্রেডার্সের মালিক নারায়নকে ১০ হাজার টাকা, তৈয়ব ট্রেডার্সের মালিক তৈয়ব উল্লাহহকে ৫ হাজার টাকা, ইউনুচ ট্রেডার্সের মালিক মো. ইউনুসককে ১০ হাজার টাকা, ইশরাত পারফিউমারীর মালিক সিরাজকে ১ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে রোহানকে ২ হাজার টাকা, জাফরকে ২ হাজার টাকা ও বাচ্চুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।