প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলা ও ফতেখাঁরকুল ইউনিয়ন কমিটি থেকে ৮জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছে। সদ্য পদত্যাগকারী নেতৃবৃন্দরা হল, রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সদ্য ঘোষিত ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদল কমিটির যুগ্ম-আহবায়ক নুরুল আবছার শাকিল, উপজেলা সদস্য ও ইউনিয়ন যুগ্ম-আহবায়ক ফয়সাল, ইউনিয়ন ছাত্রদল সদস্য মুর্তুজা হাসান, রামু উপজেলা ছাত্রদল সহ-সভাপতি রিফাত শাহরিয়ার, সহ সাধারণ সম্পাদক মোঃ হোছাইন, সহ-ক্রীড়া সম্পাদক নুরুল আবছার আজাদ, সদস্য এহেছান সোহেল ও সদস্য মোঃ সোহেল প্রমূখ।

পদত্যাগকারীরা বলেন , আজ ২৭মে রবিবার উপজেলা ছাত্রদলের অথর্ব ও অযোগ্য এবং আওয়ামী ছত্রছায়ায় দলের ভেতর ঘাপটি মেরে লুকিয়ে থাকা সভাপতি-সাধারণ সম্পাদক এর আচরণে অতিষ্ট হয়ে আমরা দল থেকে এক যোগে পদত্যাগ করছি। এছাড়াও আমরা উল্লেখিত নেতাকর্মী দীর্ঘদিন যাবৎ আওয়ামী রক্ত চক্ষুকে মোকাবেলা করে দলের জন্য কঠোর ত্যাগ স্বীকার করে আসলেও আমাদেরকে দলে প্রতিনিয়ত অবজ্ঞা ও অবমূল্যায়ন করে হঠকারিতা মুলক সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমান সভাপতি মাসুদ ও আনছার। যার বহিঃপ্রকাশ ঘটিয়েছে ফতেখাঁরকুল ইউনিয়ন কমিটি গঠন ক্ষেত্রে একজন অছাত্রকে ইউনিয়ন কমিটির আহবায়ক করে। আগামীতে যদি দলের কমিটি গঠনের ক্ষেত্রে এধরনের অযৌক্তিক ও মনগড়া সিদ্ধান্ত গ্রহণ করে তৃণমূল নেতাকর্মিদের ইচ্ছার স্বাধীনতাকে জলাঞ্জলি দেওয়া হয় ভবিষ্যতে দলের জন্য কখনও শুভ হবেনা। তাই উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রে উপর মহল থেকে মনগড়া কমিটি চাপিয়ে না দিয়ে তৃণমূল নেতাকর্মীর দাবীর প্রতি সম্মান দেখাবেন বলে আশা রাখছি।