বার্তা পরিবেশক :
কক্সবাজার শহরের স্টেডিয়াম পাড়া থেকে গত ২৮ মে’ ভোররাতে জসিম উদ্দিন’কে (২৮) আটক করে পুলিশ। আটকের পর সদর থানায় এসে জসিম উদ্দিনের সাথে কথা বলে তার বড় ভাই মনির উদ্দিন। মনির উদ্দিন জানান, তার ভাইকে আটকের একদিন পর ৩০ তারিখ দিবাগত রাত ২ টার দিকে সদর থানার গিয়ে জসিম উদ্দিন’কে খাবার দিয়ে আসেন তিনি। এরপর সকাল গিয়ে খবর নিয়ে দেখে তার ভাই ওখানে নেই।
পরে তিনি আদালতে খবর নিয়ে দেখে ওখানে তার ভাইকে আনা হয়নি তবে তার ভাইয়ের সাথে আটক মামুনকে আনা হয়েছে। তিনি আবার সদর থানায় যান এবং খোঁজ নিয়ে জানতে পারেন ভোর ৪ টার দিকে শহিদুল ইসলামের নাম ব্যবহার করে তাকে থানা থেকে নিয়ে যাওয়া হয়।
আটক জসিম উদ্দিন হলেন, শহরের স্টেডিয়াম পাড়ার মৃত মৌলানা মোস্তাফিজুর রহমানের ছেলে। জসিম উদ্দিনের সন্ধান জানতে তার ভাইকে আটক করা এএসআই রাজীব বৈরাগীকে ফোন করে মনির উদ্দিন। এএসআই রাজীব বৈরাগী জানান জসিম উদ্দিন নামে কাউকে তিনি আটক করেননি।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মাঈন উদ্দিন জানান, তার জানামতে জসিম উদ্দিন নামে কাউকে আটক করেনি। তবে শহিদুল ইসলাম নামে একজন আটক রয়েছে।