জাহাঙ্গীর আলম, টেকনাফ:

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট মোকাবিলায় স্থানীয় জনগণের সমস্যা,উদ্বেগ ও উত্তরণ সম্ভাবনা নিয়ে টেকনাফে ৫ম পর্বের বেতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২জুন বিকাল ৩টায় টেকনাফের হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিসেফ ও বিবিসি মিডিয়া এ্যাকশন গ্রুপের আর্থিক ও কারিগরী সহায়তায় এবং বাংলাদেশ বেতারের সার্বিক ব্যবস্থাপনায় ৫ম পর্বের বেতার সংলাপ বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাতের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দানে প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, উপমহাপরিচালক সালা উদ্দিন আহমদ, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুল হক, টেকনাফ উপজেলা নিবার্হী অফিসার মোঃ রবিউল হাসান, ইউএন প্রোগ্রাম কক্সবাজার অফিস প্রধান দিলরুবা হায়দার, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, নয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রূপম কান্তি বড়ুয়া, হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের ডাঃ শংকর চন্দ্র দেবনাথসহ বিবিসি মিডিয়া অ্যাকশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত জনসাধারণের রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে সৃষ্ট সংকট নিয়ে নানা প্রশ্ন করেন এবং উপস্থিত প্যানেল তা সমাধানের উপায় জানিয়ে দেন।