সিবিএন:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। “আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি” এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বনবিভাগীয় কর্মকর্তা আলী কবির, ট্যুিরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সাইফুল আশ্রাবসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

টেকনাফে বিশ্ব পরিবেশ দিবস পালিত: 

টেকনাফে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা গত ৫ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো: রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সেন্টমার্টিন্স ইউপি চেয়ারম্যান নূর আহমদ, শীলখালী রেঞ্জ কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা পরিষদ সদস্য নাজমা আলম কাউন্সিলার, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, মাষ্টার হোসেন আহমদ, সহ ব্যবস্থাপনা কমিটি সদস্য আব্দুর রহমান হাসেমী, আনিসা ছিদ্দিকা, প্রমুখ। নেকম-ক্রেল প্রকল্পের সমন্বয়কারী খান মো: মোজাহিদ বিন হাবিব ও পরামর্শক নাজমুল আবেদীন’র পরিচালনায় উক্ত আলোচনা সভায় পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা প্রদান করা হয়।