অশ্রু

প্রকাশ: ৫ জুন, ২০১৮ ০৯:১২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সাইয়্যিদ মোহাম্মদ আবুল আ’লা

মন কেঁদেছিল নিরবে,
জানল না কেউ দুনিয়ার।
মুখের হাসিতে ভেবেছিল সবে,
কে আছে এমন সুখী আর।।
মনের ভেতরে দুঃখের সাগর,
ঢেউ ভাঙ্গে তা বুকের ধারে।
হৃদয় কত গভীর হলে,
কষ্ট চেপে হাসতে পারে(!)।।
কান পেতে ঐ সাগর পানে,
কান্না কি তার শুন্’ছ কেউ।
মনের মাঝে গোপন ব্যথা,
না থাকলে কি উঠত ঢেউ।।
ঢেউয়ের পরে ঢেউয়ের আঘাত,
কিসের শোকে কিসের সাধে।
করুণ কাতর বোবা স্বরে,
মহা সাগর গুমরে কাঁদে।।
যাচ্ছে কেঁদে অবিরত,
অজানা এক ব্যথার ভারে।
আমার কাছে ক্ষুদ্র তাহা,
কেমন করে বুঝাই তারে।।
সামান্য এই বুকের মাঝে,
সাগর সম দুঃখ লয়ে।
মন কি করে দিবা-নিশি,
চলছে বয়ে নীরব সয়ে(!)।।
বুকের ভেতর কান্না চেপে,
মুখের হাসি রাখলে ধরে।
কত আঘাত কত ব্যথা,
হৃদয় মাঝে আঁচড়ে মরে।।
সেই ব্যথারি ধারক আজি,
এমন ভাবে মরছে ধুকে।
ঘুমন্ত ঐ অগ্নিগীরি,
সুপ্ত যাহা মাটির বুকে।।
কখনো সে জানবে না আর,
দহন জ্বালা যাহার তরে।
হাসতে হাসতে পড়লে মনে
অজান্তে আজ অশ্রু ঝরে।।