এম.মনছুর আলম, চকরিয়া: 

“আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুন:ব্যবহার করি, না পারলে বর্জন করি” এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে একযোগে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার(৫ জুন) নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসটি উদযাপন করা হয়েছে।দিবসটিকে ঘিরে নেকম-ক্রেল প্রকল্প এবং সনাক-টিআইবি সার্বিক সহযোগিতা এদিন সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির শুভ উদ্বোধন করেন চকরিয়া  উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী,চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্ণমালা একাডেমী চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: ফেরদৌসী রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, সনাক উপজেলা সভাপতি অধ্যাপক একেএম সাহাবুদ্দিন,সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নুরুল আখের, ক্রেল প্রকল্পের ইনচার্জ আবদুল কাইয়ুম, টিআইবি এরিয়া ম্যানেজার এজিএম জাহাঙ্গীর আলম প্রমূখ।

উপজেলা প্রশাসনের বিশ্ব পরিবেশ দিবসের বর্ণাঢ্য র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান,ছাত্র-ছাত্রী, এনজিও কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।অনুষ্টানের পরে উপজেলার ১৮টি ইউনিয়নে একযোগে ১ লক্ষ বৃক্ষ রোপন বিতরণ কর্মসূচি পালন করে।