প্রেস বিজ্ঞপ্তি :

২২ রমজান, শুক্রবার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক এক ইফতার মাহফিল ও আলোচনা সভা-২০১৮ সম্পন্ন হয় নগরের কোর্ট হিলস্থ জামান হোটেলে। পরিষদ সদস্য মুহাম্মদ হেলাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা করা হয়। পরিষদ আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও আহবায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি এডভোকেট আজিজুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহেদ চৌধুরী বাবু, মরহুম জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর সন্তান মেজবাহ চৌধুরী জাহেদ, বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম, রেজাউল করিম, প্রাক্তন শিক্ষক বাবু লিটন কুমার চৌধুরী, জাবেদুর রহিম টুন্টু প্রমুখ। উক্ত ইফতার মাহফিল প্রারম্ভে পরিষদের জন্মলগ্ন থেকে যে সমস্ত কাজগুলো সফলতার সাথে সম্পন্ন করেন তা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক আব্দুল জব্বার। অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি বলেন, ‘আমাদের গ্রামের শিক্ষার প্রসার ঘটানোর এ সময়ে প্রাক্তন ছাত্র পরিষদ খুব বেশি প্রয়োজন ছিল। এ ধরণের একটি সংগঠন চাইলে বিদ্যালয় তথা এলাকার জন্য অনেক কাজ করতে পারেন যেটা আপনারা ইতিমধ্যে করেছেন। আশা করি এলাকার ঝরে পড়া শিশুদের কল্যানে কাজ করবে এ পরিষদ, সর্বোপরি বিদ্যালয়ের উন্নয়নকল্পে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ পরে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী সময় পর্যন্ত বিদ্যালয়ের সামগ্রিক কাজের বিবরণ ও উন্নয়নের খসড়া পেশ করে বক্তব্যের ইতি টানেন। ইঞ্জিনিয়ার শাহেদ চৌধুরী বাবু বলেন, ‘আজকে আমি এখানে আসতে পেরে আনন্দিত। আপনাদের সবাইকে দেখে আমার বাবা চাচাদের কথা স্মরণ হলো, কারণ আপনাদের মাধ্যমেই আমাদের বিদ্যালয়ের মান বাড়ছে, সুনাম বাড়ছে।’ মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ বলেন, ‘বিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনারা আবার যে এভাবে সংগঠিত হয়েছেন তা দেখে আমি অভিভূত। বিদ্যালয় ও সমাজের প্রত্যেক স্তরে আপনাদের অবস্থান থাকাটা সমাজের উপকারস্বরুপ।’ প্রাক্তন শিক্ষক বাবু লিটন কুমার চৌধুরী তার বক্তব্যে বলেন, উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমার অনেক স্মৃতি বিদ্যমান। তোমরা সবাইকে আজ পেয়ে আমি সত্যিই আনন্দিত।’ তিনি পরিষদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।’ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম জানান, ‘আজকে পরিষদের এই বেগবান কর্মকান্ড দেখে খুব ভাল লাগছে। আমার দুঃসময়ে তোমাদের পাশে পেয়েছিলেন। আমি এই পরিষদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’ ছাত্র পরিষদের পক্ষে বক্তব্য প্রদান করেন, জাবেদুর রহিম টুন্টু। তিনি তার বক্তব্যে পরিষদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে, পরিষদের জন্য অফিস তৈরিতে সবাইকে উজ্জীবিত করেন এবং এর জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র দেওয়ার সম্মতি জ্ঞাপন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক বজলুল হক, দিদারুল আলম, বেলাল হোসেন, ঝিনুক আরিফ, আবু ছাদেক ছিটু, আলী আকবর বাবু, সালাউদ্দিন চৌধুরী সজীব তালুকদার, মো. পারভেজ, আবু সাইদ, নুরুল আবছার সবুজ, মো. আলমগীর, সাংবাদিক সাদ্দাম হোসাইন সাজ্জাদ, তৌহিদুল ইসলাম, মিজান মাহিন, মোর্শেদ, ফাহিম প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষে ফটোশেসনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।